ফুটবলকে বিদায় জানালেন থমাস মুলার! 

তারকা থমাস মুলা

ফুটবলকে বিদায় জানালেন থমাস মুলার! 

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা থমাস মুলার। একটি ভিডিও বার্তার মাধ্যমে আজ সোমবার (১৫ জুলাই) এই ফুটবলার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।  

৩৪ বছর বয়সী তারকা ১৪ বছর খেলেছেন আন্তর্জাতিক ফুটবল। জার্মানির জার্সিতে ২০১০ সালে অভিষিক্ত হন তিনি।

২০১৪ সালে বিশ্বকাপ জেতা স্ট্রাইকার মুলার জার্মানির হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। যা দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।  

সেপ্টেম্বরে ৩৫ বছরে পা রাখতে যাওয়া মুলার ভিডিও বার্তায় আরও বলেন, যখন আমি ১৪ বছর আগে প্রথম আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পেলাম, আমি এতকিছুর স্বপ্ন দেখিনি। আমি সমর্থক এবং আমার জাতীয় দলের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, এতগুলো বছর আমাকে সমর্থন দেওয়ার জন্য।

মুলারের অবসর ঘোষণার মধ্যদিয়ে জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে শুধু গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যারই টিকে রইলেন। ১০ বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপেও ৫ গোল করেছিলেন মুলার।  

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বায়ার্ন মিউনিখের জার্সিতে ‍মুলারকে দেখা যাবে ক্লাব প্রতিযোগিতায়। বায়ার্ন মিউনিখের সাথে মুলারের চুক্তি ২০২৫ সাল পর্যন্ত।

news24bd.tv/কেআই/আইএইচ

এই রকম আরও টপিক