রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এমভি আনকাব্লু

জাহাজ এমভি আনকাব্লু

রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এমভি আনকাব্লু

অনলাইন প্রতিবেদক

রাশিয়া থেকে মোংলা বন্দরে পৌঁছেছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বার্বাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকাব্লু। বিভিন্ন ধরনের মেশিনারিজ মালামাল নিয়ে আসা এ জাহাজটি সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ৭ টায় বন্দরের জেটিতে ভিড়েছে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট, কনভেয়ার শিপিং এর অপারেশন ম্যানেজার সাধন কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে গত ১২ জুন ৯৬৭ প্যাকেজের প্রায় ১হাজার ৮শত ২০মেট্টিক টন মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বার্বাডোজ পতাকাবাহী জাহাজটি।
এরপর আজ সোমবার(১৬জুলাই) সন্ধ্যায় বন্দরের ৯টি জেটিতে ভিড়ে বার্বাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকাব্লু।

আজ রাত(১৬জুলাই) থেকে জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু হবে। আমদানি করা ওইসব মেশিনারিজ মালামাল মোংলা নৌ বন্দর জেটিতে খালাস করা হবে। পরবর্তীতে বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

জেপি

news24bd.tv/ডিডি