অনন্য মামুন নির্মিত সিনেমা ‘মেকআপ’ ফের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। প্রদর্শনী অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই সিনেমা। গতকাল রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য প্রচারের পর মুখ খুলেছেন ‘মেকআপ’ সিনেমার নির্মাতা অনন্য মামুন নিজেই।
সামাজিক মাধ্যম ফেবুকে এক স্ট্যাটাস দিয়েছেন অনন্য মামুন। ‘মেকআপ’ নিয়ে ভুল তথ্য বা ব্যাখা না করার অনুরোধ জানান তিনি।
ফেসবুকে নির্মাতা লিখেছেন, ‘মেকআপ’ নিয়ে ভুল তথ্য বা ব্যাখা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইসড ভার্সন জমা করার নিয়ম নেই। এখন ‘মেকআপ’ সিনেমাটি নতুন করে সাটিফিকেশন বোর্ডে জমা দেয়া হবে।
তিনি আরও লেখেন, আশা করি সাটিফিকেশন বোর্ড সারা দেশে প্রদর্শনের অনুমতি দেবে। গত সরকারে সময় কিছু সেন্সর বোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্র বাতিল করে ছিলো।