যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বিমান বন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে বিমানটিতে থাকা দুই পাইলট অক্ষত রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর Grob-120 TP মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা ১২টা ১৮ মিনিটে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা নিরাপদে উদ্ধার হন। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, ভূমিতে ক্রাশ ল্যান্ডিংয়ের ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়।...
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে চোরাই গরুসহ আটক ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুটি চোরাই গরুসহ চোর চক্রের চার জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ মার্চ র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো-পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীয়ারপুর গ্রামের জমশের মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই উপজেলার প্রতাপপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মণ্ডল (৩৪)। র্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গির আলমের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়।এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়। বিষয়টি র্যাব গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত গরুসহ চোর চক্রের ৪জনকে...
জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
জয়পুরহাট প্রতিনিধি:

বুধবার গভীর রাতে জয়পুরহাট শহর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক পিয়াল আহম্মেদ (৩০) কে কুপিয়ে মারাত্মক আহত করেছে একদল সন্ত্রাসী। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পিয়াল জয়পুরহাট পৌর এলাকার ইসলাম নগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের উপর এ হামলা হয়েছে বলে তারা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন। জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। জয়পুরহাট জেলা শহর...
শরীয়তপুরে পদ্মায় বাল্কহেড ডুবি: ৪০ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪০ ঘণ্টা পর নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে বেসরকারি ডুবুরি দল মরদেহ দুটি উদ্ধার করে। জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেডটি জিওব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকায় পদ্মা নদীতে নোঙরের রশি ছিড়ে পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা আল-আমীন ও আরিফ নামের দুজন কর্মচারী নিখোঁজ হয়। পরে বুধবার (১২ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল সরকারি উদ্যোগে দুই অভিযান চালালেও লাশের সন্ধান পায়নি। পরে নিখোঁজ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা নিজেদের খরচে পিরোজপুরের অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের একটি বেসরকারি ডুবুরি দল নিয়ে এসে অভিযান চালান। ডুবুরি দলের সদস্যরা প্রায় তিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর