রাজধানীর সড়কে প্রকাশ্যে তরুণ-তরুণীকে কোপানোর ঘটনা ঘটেছে। কোপাকুপির ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরই মধ্যে তোলপাড় নেট-দুনিয়া। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ কোপাকুপির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা চিৎকার করছিল। উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার। সূত্র জানায়, আহত দুই ভুক্তভোগী রাজধানীর একটি...
উত্তরায় দুজনকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২
অনলাইন ডেস্ক
![উত্তরায় দুজনকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739820985-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![মোহাম্মদপুরের ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/18/1739819500-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কের এক নাম কবজি কাটা গ্রুপ। গ্রুপটির নেতৃত্ব দেন মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার। যে কোনো সময় তিনি ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। কেটে নেন হাতের কবজিও। মূলত এরপর সেই কবজি নিয়ে উল্লাস করেন, কখনো কখনো টিকটক ভিডিও বানিয়ে ছড়িয়ে দেন সর্বত্র। বহুল আলোচিত অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি সেই মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার ২ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা,...
ছাত্রদল নেতাদের মারধর, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
অনলাইন ডেস্ক
![ছাত্রদল নেতাদের মারধর, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/17/1739799133-550319b866c18a57d557d61167728919.jpg?w=1920&q=100)
রাজধানীর বসুন্ধরা এলাকার এফ ব্লকের ১৭ নম্বর রোডের ৫৪৬ নম্বর বাসার সামনে ২০২৪ সালের ২৯ আগস্ট জড়ো হওয়া কিছু লোকজনকে দেখে থামেন গুলশান থানা ছাত্রদলের সভাপতি কে এম নাঈম। মোটরসাইকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ফজলে রাব্বি হৃদয়ের সঙ্গে বাসায় যাচ্ছিলেন তিনি। সেখানে উপস্থিত হওয়া লোকজনকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা দুজনের নাম পরিচয় জানতে চান। এসময় নাম পরিচয় জানানোর পরই তার ওপর চড়াও হন জড়ো হওয়া লোকজন। এসময় তার সঙ্গে থাকা ফজলে রাব্বি হৃদয় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উলটো আরও মারমুখো হতে থাকে জড়ো হওয়া লোকজন। তারা নাঈম এবং তার সঙ্গে থাকা হৃদয়কে ডাকাত হিসেবে গুজব ছড়িয়ে বেধড়ক পেটাতে থাকে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। একটি বাড়িতে ডাকাত পড়েছে এমন ঘটনার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু...
সৌন্দর্য নষ্ট করে পোস্টার ব্যানার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
![সৌন্দর্য নষ্ট করে পোস্টার ব্যানার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/17/1739796876-81780e7f10b1c28351ee8dbd6da43ce7.jpg?w=1920&q=100)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসি হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে জানিয়ে তিনি বলেন, দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় তিনটি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। বায়োডাইভারসিটি (জীববৈচিত্র্য) কমিটি, ডায়াসপোরা (প্রবাসী) কমিটি এবং সাধারণ কমিটি। সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর