৫ দিন পর চালু ব্রডব্যান্ড ইন্টারনেট

প্রতীকী ছবি

৫ দিন পর চালু ব্রডব্যান্ড ইন্টারনেট

অনলাইন ডেস্ক

পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। প্রায় ৫ দিন পর দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই ব্রডব্যান্ড ইন্টারনেট।

বিভিন্ন এলাকায় এই পরিষেবা চালু হলেও এখনো সব এলাকা এর আওতায় আসেনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার পর সেই রাতেই দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে পড়ে।

এরপর থেকে মঙ্গলবার (২৩ জুলাই) রাত পর্যন্ত দেশব্যাপী ব্রডব্যান্ড এবং ফোরজি সেবা বিঘ্নিত হয়। এদিকে কাল বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যদিও এখনি সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

news24bd.tv/SC