গাজার দক্ষিনাঞ্চলের গভীরে হামলা ইসরায়েলের

সংগৃহীত ছবি

গাজার দক্ষিনাঞ্চলের গভীরে হামলা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

গাজার দক্ষিনাঞ্চলের গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলের নির্দেশে মঙ্গলবার (২৩ জুলাই) ফিলিস্তিনের গাজা উপতক্যার খান ইউনুস এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করলে বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেন।

খান ইউনুস এবং এর আশেপাশের কয়েকটি শহরে দ্বিতীয় দিনের মতো বোমাবর্ষণ করায় বেসামরিক লোকজন এলাকা ছাড়তে বাধ্য হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের করা বড় হামলার ভিতর এটিকে সর্বশেষ উল্লেখ করে বলা হয়েছে- এই এলাকায় হামাসের জঙ্গি কার্যক্রম বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে খান ইউনুস এলাকায় চলা হামলায় কমপক্ষে ৮০ জন বেসামরিক মানুষ মারা গেছে। এই নিয়ে ১০ মাসে মৃতের সংখ্যা ৩৯,০০০ ছাড়িয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, হামাস এবং অন্যান্য জঙ্গি সংগঠন গুলো ওই অঞ্চল ব্যবহার করছিল পূর্নগঠিত হয়ে পুনরায় হামলা করার জন্য।  

সূত্রঃ রয়টার্স

news24bd.tv/DHL/এসএম