নিলামে উঠল সামুদ্রিক শিল্পী জ্যাক রিগের সংগ্রহ

সংগৃহীত ছবি

নিলামে উঠল সামুদ্রিক শিল্পী জ্যাক রিগের সংগ্রহ

অনলাইন ডেস্ক

জ্যাক রিগ বিশ শতকের সামুদ্রিক শিল্পীদের মধ্যে অন্যতম একজন। সম্প্রতি সময়ে এ শিল্পীর ৫০ টির বেশি শিল্পকর্ম নিলামে তোলা হয়েছে।  

জ্যাক রিগের শিল্পকর্মের দেখা পাওয়া যায় বাকিংহাম প্যালেস থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত। তবে এবার এই শিল্পীর যে শিল্পকর্মগুলো নিলামে তোলা হয়েছে তার বেশিরভাগই পূর্বে জনসমুক্ষে প্রকাশ করা হয়নি।

এই পেইন্টিংসগুলোর কিছু জ্যাক রিগের বাড়িতে, আবার কিছু তার স্টুডিওতে ছিল বলে জানিয়েছে বিবিসি।

নিলামে তোলা এই চিত্রগুলো থেকে ৮০০০ ইউরো আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্যাক রিগ ছিলেন স্ব-শিক্ষিত চিত্রশীল্পী। ৯৬ বছর বয়সে ২০২৩ সালে মারা যান এই শিল্পী।

তার ৮০ বছরের শিল্পী জীবনে তিনি জলরং, তেল্রং এবং কালি ব্যবহার করে উপকূলীয় অনেক প্রাকৃতিক দৃশ্য একেছেন।

ফাইন আর্ট বিশেষজ্ঞ ডমেনিক কক্স বলেছেন, উপকূলীয় দৃশ্য সঠিকভাবে আকার জন্য জ্যাক রিগ বন্দরের পানিতে হাটতেন। শিল্পীর পরিশ্রমের এই ফল পরবর্তীতে বাকিংহাম প্যালেস, হোয়াইট হাউসসহ বিশ্বে বিভিন্ন স্থানে শিল্পপ্রেমীদের কাছে পাওয়া গেছে।

আগস্টে জ্যাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার এই নিলামের আয়োজন করে।

news24bd.tv/DHL/এসএম