ফকল্যান্ড দ্বীপপুঞ্জে জাহাজ ডুবে ৯ জনের মৃত্যু

ফকল্যান্ড দ্বীপপুঞ্জে জাহাজ ডুবে ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আটলান্টিক মহাসাগরের অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপকূলে ব্রিটিশ-নরওয়েজিয়ান একটি মাছ ধরার জাহাজ ডুবে গিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন এখনও নিখোঁজ রয়েছে। বুধবার মালিক জানান, স্থানীয় সময় গত সোমবার এ ঘটনা ঘটেছে।  

নরওয়ের এরভিক হাভফিস্ক হোল্ডিং-এর সিইও স্টিগ এরভিক রয়টার্সকে জানান, সেন্ট হেলেনার পতাকাবাহী জাহাজ আরগোস জর্জিয়ায় মোট ২৭ জন ক্রু সদস্যদের মধ্যে ১৪ জনকে এখন পর্যন্ত জীবিত পাওয়া গেছে।

 

তিনি আরো বলেন, মাছ ধরার জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। ক্রু সদস্যের মধ্যে ১০ জন স্প্যানিশ, ৮ জন রাশিয়ান, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন পেরুর এবং ২ জন উরুগুয়ের নাগরিক ছিলেন।  

জাহাজটি ডুবে যাওয়ার সময় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের রাজধানী স্ট্যানলি থেকে ২০০নটিক্যাল মাইল পূর্বে ছিল। দেশটির সরকার জানিয়েছে, উদ্ধারকৃত ক্রুদের চিকিৎসার জন্য স্ট্যানলির কিং এডওয়ার্ড সেভেন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

news24bd.tv/কেআই/ আইএইচ