‘বিদেশে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে পাকিস্তানিরা অংশ নিয়েছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

‘বিদেশে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে পাকিস্তানিরা অংশ নিয়েছে’

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ছাড়াও বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছে। আর এতে প্রমাণিত হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভে বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের সাহায্য নিয়েছে।  

বুধবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পাকিস্তান সরকারের কাছে কোনোকিছু জানতে চাওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রবাসী পাকিস্তানিরা অংশ নেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছে জানতে চাওয়া হয়নি। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ’

ঢাকায় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে বিক্ষোভ ও গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তবে সৌদি আরবের কোথায় বিক্ষোভ হয়েছে ও কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় পায়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য। ’

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) কূটনীতিকদের দেখাতে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়।  

পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ আরও ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক।  

বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গি-গোষ্ঠী এই ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে। ’ 
news24bd.tv/আইএএম/জেপি