ভারতকে অ্যান্টি সাবমেরিন অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ভারতকে অ্যান্টি সাবমেরিন অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনোবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।

শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার এএন/এসএসকিউ হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (এইচএএএসডব্লিউ) সুনোবুয়স, এএন/এসএসকিউ-৬২এফ এইচএএএসডব্লিউ সুনোবুয়স সহ বিভিন্ন সরঞ্জাম কেনার অনুরোধ করেছে। এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে ৫২ দশমিক ৮ মিলিয়ন ডলার। এর ঠিক পরপরই এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এসব অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করার  মার্কিন পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা লক্ষ্যকে সমর্থন করবে।

এর পাশাপাশি প্রধান অংশীদারের নিরাপত্তাকে নিশ্চিত করবে।

news24bd.tv/SC