নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নাশকতার মামলায় নরসিংদীর মাধবদী থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জব্বারকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে মাধবদী শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল জব্বার পৌরসভার ছোট মাধবদী মহল্লার মৃত তোরাব আলীর ছেলে।  

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান গ্রেপ্তারের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের নামে মাধবদীর বিভিন্ন স্থানে নাশকতা চালানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা হয়েছিল। জামায়াত নেতা আব্দুল জব্বারকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ’

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুলাই) জুমার নামাজের পর মাধবদী বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন দিয়ে নাশকতা চালায়।

পরে সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা মাধবদী থানা ঘেরাও করতে চাইলে পুলিশের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় মাধবদী পৌরসভা কার্যালয়, পোস্ট অফিস ও সোনালী টাওয়ারে আগুন দেয় নাশকতাকারীরা।

news24bd.tv/কেআই