জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্তে বিজিবিকে চৌকিদারের দায়িত্ব দিয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী (রোকন) সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়নাঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশি রাতে ভোট হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। জামায়াতের আমির বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এ জন্য জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। আগামীর...
বিডিআরকে ধ্বংস করে বিজিবিকে ‘চৌকিদারের’ দায়িত্ব দেয় আ.লীগ: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
ভারতের তুলনায় আমাদের প্রকল্প ব্যয় বেশি: ফাওজুল কবির
নিজস্ব প্রতিবেদক
আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারত কিংবা আশপাশের দেশের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। তিনি বলেন, রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের যেসব প্রকল্পে সেনাবাহিনী সহায়তা করেন, সবাইকে অনুরোধ করব কীভাবে এটার খরচ কমানো যায়। ব্যয় যদি কমানো না যায় তাহলে আমারা রেল সেবা দেওয়ার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঢাকা-খুলনা-ঢাকা রুটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির বলেন, আপনারা সবাই জানেন, রেল সাশ্রয়ী যাতায়াতব্যবস্থা। খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়।...
ভারত সরকারের উত্তরের অপেক্ষায় ঢাকা: পররাষ্ট্রের মুখপাত্র
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, সরকারি চ্যানেলে কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা ভারত সরকারের উত্তরের অপেক্ষায় আছি। উত্তর পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরের পদক্ষেপ নেবে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন মুখপাত্র। কবে নাগাদ ভারতের উত্তর পাওয়া যেতে পারে এমন প্রসঙ্গে রফিকুল আলম বলেন, কবে উত্তর পাওয়া যাবে এর স্বাভাবিক নির্ধারিত কোনো সময় নেই। ভারত উত্তর না দিলে, পুনঃরায় তাগিদপত্র দেয়া হবে। অনুরোধপত্র প্রক্রিয়ারই অংশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া...
মানিলন্ডারিং মামলায় সাবেক খাদ্য সচিব গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে আদালতে এই আবেদন জানানো হয়। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইবরাহিম মিয়ার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। দুদক জানায়, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। ইসমাইল হোসেনের সঙ্গে এই লেনদেনের সংশ্লিষ্টতা তদন্তে বেরিয়ে এসেছে বলে দুদকের দাবি। এর আগে, ইসমাইল হোসেনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় আটক করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।...