পরবর্তী এশিয়া কাপের আসর ভারতে, ২০২৭ সালে বাংলাদেশে

পরবর্তী এশিয়া কাপের আসর ভারতে, ২০২৭ সালে বাংলাদেশে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করবে ২০২৭ সালে। সেই আসরটি হবে ৫০ ওভারের। যদিও আগামী বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আসরটি ভারতে বসার কথা রয়েছে। গত শনিবার এসব তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসি থেকে দুই সংস্করণের স্পনসরশিপ সংক্রান্ত এই ঘোষণা ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। সেখানে খেলার তারিখ ভেন্যুসহ সব কিছুই চূড়ান্ত করা হয়েছে। দুটি আসরেই অংশ নেবে ৬টি দল। এর মধ্যে ৫টি দল সরাসরি খেলতে পারবে।

এই দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কোয়ালিফায়ার খেলে আসতে হবে একটি দলকে। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪, ২০২৫, ২০২৬ এবং ২০২৭-এর প্রতিটি হবে ওয়ানডে ফরম্যাটে।

এদিকে পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৪ এবং ২০২৬ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ এবং ২০২৭ সংস্করণ ওডিআই ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২৫ ও ২০২৭ সালে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যদিও এসব টুর্নামেন্টের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

news24bd.tv/SC