গাইবান্ধায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ 

সংগৃহীত ছবি

গাইবান্ধায় সংঘর্ষ, আহত অন্তত ১৫ 

অনলাইন ডেস্ক

গাইবান্ধায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে পুলিশের গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া জেলার পলাশবাড়ি থানায় হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা।

সরেজমিনে জানা গেছে, আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকেই গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়ক দখল করে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয় কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ।

আন্দোলনকারীরা আজ সকাল সাড়ে ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাইবান্ধার ডিসি অফিস এলাকায় একত্রিত হয়। পরে তা লোকসমাগমে রূপ নেয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে একটি মিছিল শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।

 
বিক্ষোভ মিছিলটি ডিসি অফিসের সামনে এলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে অন্তত ১৫ জন আহত হন।

জানা গেছে, আন্দোলনকারীরা পলাশবাড়ি থানাতেও হামলা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

news24bd.tv/JP
 

এই রকম আরও টপিক