ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। হত্যাকারীদের ধরতে তারা ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। শিক্ষার্থীরা আজ বুধবার বিকেলে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্রিজে অবস্থান নেন। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এতে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যায়। এক লেন দিয়ে গাড়ি চলাচল করে। তাতে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বিকেল পৌনে ছয়টার দিকে সমাবেশ শেষ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্তরা গুপ্তহত্যার শিকার...
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা: হত্যাকারীদের ধরতে রামপুরায় সমাবেশ
অনলাইন ডেস্ক
ডিএসসিসি’র মিট দ্য প্রেস, নাগরিক সেবায় নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জরুরি পরিচালন কেন্দ্রে আজ বুধবার (১৮ ডিসেম্বর) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রকৌশল বিভাগের কার্যক্রম নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মিজানুর রহমান জানান, অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটে তৈরি হওয়া খানাখন্দ দ্রুত সংস্কারের কাজ চলছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে। পাশাপাশি বড় রাস্তার সংস্কার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে দরপত্র প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত এবং বিভিন্ন সংস্থার রাস্তা খননের কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে রাস্তা, ড্রেন ও ফুটপাতের ১৩টি প্রকল্পের মধ্যে ৪টির কার্যাদেশ দেওয়া হয়েছে এবং ৯টি প্রকল্পের...
কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে প্রথম ইউনিট পৌঁছেছে। বুধবার বিকেল ৪টায় ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে এসব জানানো হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। সবশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। news24bd.tv/FA
কামারপাড়া, আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই এলাকার মধ্যে কোনো ধরনের গণসমাবেশ বা বিক্ষোভের আয়োজন করা যাবে না। আরও পড়ুন: বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৩ এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ইজতেমা এলাকার তিন কিলোমিটারের মধ্যে সকল প্রকার গণজমায়েত, মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে। একইসাথে দুই বা ততোধিক ব্যক্তির একসাথে ঘোরাফেরা ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বুধবার ভোরে ইজতেমা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর