শিল্পকারখানায় আগুন, অন্ধকারে মানিকগঞ্জ

শিল্পকারখানায় আগুন, অন্ধকারে মানিকগঞ্জ

অনলাইন ডেস্ক

চলমান আন্দোলনে সাভারের কয়েকটি শিল্পকারখানায় আন্দোলনকারীরা আগুন দেওয়ায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে মানিকগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে এই জেলার গ্রাহকরা অন্ধকারে রয়েছেন।

আজ রোববার (৪ আগস্ট) রাত ১১ টার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের কবিরপুর এলাকার কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের কার‌ণে ১৩২ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করে মানিকগঞ্জ জেলার গ্রিড বন্ধ হয়ে যায়।

এতে মা‌নিকগঞ্জ শহরসহ পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা বিদ‌্যুৎবিহীন অবস্থায় আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানিকগঞ্জে বিকল্পভা‌বে বিদ‌্যুৎ সরবরা‌হের প্রচেষ্টা গ্রহণ করা হ‌চ্ছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক