সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমডি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল। আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরণের কথা বলে, লাঠি দ্বারা আঘাত করে সহিংস আচরণ করেন। পরবর্তীতে সেই ঘটনার...
লাঠি হাতে নারীর প্রতি সহিংসতা, ভাইরাল সেই রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে লাগা আগুন পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ সাংবাদিকদের বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে জানান মফিদুল হক।...
লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) দুপুরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত ২ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে এক বয়স্ক ব্যক্তি আপত্তি জানান। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হলে আশপাশের মানুষ জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান।...
৭ ঘণ্টা পর বনানী সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকরা
অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১০ মার্চ) সকাল থেকে প্রায় ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দেন। এর আগে ভোর ৬টা ৪১ মিনিটের দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এর পরপরই সেখানে সড়ক অবরোধ করেন নিহতের সহকর্মীরা। এতে তীব্র যানজট তৈরি হয়। এ সময় তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন তারা। এতে যানজট ছড়িয়ে পরে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হন এবং পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর