নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কনসার্টে মঞ্চে উঠে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন নেহা কাক্কার। এরপরই শুরু করেন অঝোরে কান্না। এদিকে চড়া মূল্যে টিকিট কেটে আসা দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দেরিতে এসে মঞ্চে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নেহা বলেন, আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। শোয়ের শেষে যাতে সবাই আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি। শিল্পীর কথা শুনে যেন আগুনে ঘি ঢেলে দেয়! দর্শকদের মধ্যে একজন বলেন, যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। এ কথা...
‘এটা ভারত নয়, অস্ট্রেলিয়া’, শুনে কাঁদলেন নেহা
অনলাইন ডেস্ক

পরিচালকদের মন জয় করা ভ্যাকসিনের নাম জানে না দীঘি
অনলাইন ডেস্ক

বিশেষ একটি সাক্ষাৎকারে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, খুব দেখে শুনে সিন্ডিকেট মেনে এখন কাজ করছি, যেটা আমি বুঝে উঠতে পারি। তিনি বলেন, প্রত্যেকটা পরিচালকের পছন্দের তালিকায় ৫ বা ৬ জন নায়ক বা নায়িকা থাকে যাদেরকেই কাস্ট করা বা সিনেমাতে অভিনয়ের সুযোগ বেশি দেয়া হয়। তাদের ভিতর আমিও পড়ে গেছি, কোন পরিচালকের আইকেন্দ্রীক ফেবারিট হতে পারি নি মনে করেন ঢাকাই চলচিত্রের এই নায়িকা। এছাড়াও তিনি বলেন, আমি নিদির্ষ্ট কোন পরিচালকের ফেবারিট হতে চাই না, আমি সবার সাথেই কাজ করতে চাই। দীঘি জানান,প্রত্যেক পরিচালকের উচিত নিদির্ষ্ট অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি যারা চরিত্রটির সাথে মানানশীল তাদেরকে সুযোগ দেয়া। এতে নতুনদের কাজের প্রতি আগ্রহ বাড়বে,অভিনয় দক্ষতা বাড়বে। দীঘি মনে করেন কিভাবে আসলে মন জয় করে পরিচালকদের সাথে কাজ করতে হয় বা কাজ বেশি পাওয়া যায় এই সিক্রেট...
শুটিংয়ে আহত বরুণ, এখন কেমন আছেন অভিনেতা?
অনলাইন ডেস্ক

জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। এর আগে ফেব্রুয়ারিতেও চোট পেয়েছিলেন অভিনেতা। এক মাসের ব্যবধানেই আবারও অভিনেতার চোট পাওয়ায় তাই উদ্বিগ্ন ভক্তরাও। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শুটিং চলাকালীন সময়ে অভিনেতা আঙুলে চোট পেয়েছেন। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। সেট থেকেই বরুণকে তড়িঘড়ি করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চোট লাগার পরেও শুটিং করে চলেছেন বরুণ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, বরফে আঙুল রাখছেন। ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, আঙুলটা সারতে ঠিক কতটা সময় লাগতে পারে কেউ বলতে পারেন? বরুণের হাতে এই মুহূর্তে বর্ডার ২ এবং হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়-র মতো কিছু সিনেমাও রয়েছে। এ...
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য: পারশা মেহজাবীন
অনলাইন ডেস্ক

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চলো ভুলে যাই শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পারশা। সাক্ষাৎকারের একটি অংশে তাকে বলা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি যা যা অনুসন্ধান করা হয় তার মধ্যে অন্যতম তার নামের অর্থ। পারশা নামের অর্থ কী? এই প্রশ্নের জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণি। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল। পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি।পাশাপাশি সংগীতচর্চা করি এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর