বেশ কদিন ধরেই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি বিছানার মাঝখানে বসে আছেন, আর তোষক, চাদর, বালিশসহ পুরো খাটটাই চলছে ঠিক যেন একটা গাড়ি। আসলেই এটা একটা চলমান বিছানা কিংবা চলমান খাট-গাড়ি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। এর আগে ভাইরাল হওয়ার পর তিনি জানিয়েছিলেন, ঈদের দিন একটু ট্রায়াল দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই চলমান-বিছানা দেখতে ব্যাপক ভিড়ও হচ্ছিলো। যদিও নবাব শেখের এখন মন খারাপ। কারণ তার সাধের গাড়িটি মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ নিয়ে গেছে। মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনও গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি যে ছিলো না নবাব শেখের। নবাব শেখ জানান, আমি ঘুমের মধ্যেই একদিন...
ভাইরাল নবাব শেখের সেই চাকাওয়ালা খাট নিয়ে গেছে পুলিশ
অনলাইন ডেস্ক

নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একের পর এক পরিবার-বংশ
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একের পর এক পরিবার ও বংশ। বহু পরিবারের অবস্থা এমন যে, তাদের স্মরণ করার মতোও কেউ আর বেঁচে থাকছেন না। আজ বুধবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্যও রয়েছেন। একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানায়, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। ওই সূত্র আরও বলেছেন, উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় সাবেক একজন ফুটবল খেলোয়াড়ও নিহত হয়েছেন। এছাড়া...
শি জিনপিংয়ের পাল্টা ব্যবস্থায় চটেছেন ট্রাম্প, শুল্ক এক ধাক্কায় ১০৪ শতাংশ
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রথমে চীনের ওপর ৬৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রকে এই শুল্কনীতি থেকে বেরিয়ে আসার জন্য পাল্টা ব্যবস্থার ঘোষণা দেনচীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করা হলো। যা আজ থেকেই এটি কার্যকর হচ্ছে। আজ বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে। চীনের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে...
নাইট ক্লাবের ছাদ ধসে নিহত ৬৬
অনলাইন ডেস্ক

ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে সান্তো ডোমিঙ্গোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, অন্তত ১৫৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার সময় জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতরে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। ওই অবস্থায়ই ছাদ ধসে পড়ে সেখানের। ক্লাবটি সান্তো ডোমিঙ্গো শহরের একটি জনপ্রিয় স্থান। ছাদ ধসে পড়ার পর সেখানে একটি কনসার্ট চলছিলো। যারা এখনো নিখোঁজ আছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রিয়জনদের খোঁজে তৎপর হন। উদ্ধারে অন্তত ২২টি ইনস্টিটিউটের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর