রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন মো. জিলানী ইরান (১৯) ও মো. রিয়াদ (১৯)। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ৯৯ হাজার ৫০০ টাকা সমমূল্যের জাল নোটসহ এই দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৯৯টি জাল নোট উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে জাল নোট সংগ্রহ করে বিভিন্ন বাজার ও সাধারণ মানুষের কাছে সরবরাহ করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায়...
কেরানীগঞ্জে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![কেরানীগঞ্জে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739241343-0744e2f45523c2aaf762b35a64749bec.jpg?w=1920&q=100)
ফ্ল্যাট বাসায় এনজিও কর্মকর্তার খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
![ফ্ল্যাট বাসায় এনজিও কর্মকর্তার খুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739240964-334e223c2a114a4962d23b5bc5c10b97.jpg?w=1920&q=100)
নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর সাবেক প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন ৭তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উৎপল রায়ের ২ ছেলের একজন প্রবাসী ও আরেকজন পেশায় ডাক্তার। নিহতের ছেলে জানায়, বন্দর এলাকার একজন গৃহকর্মী তাদের ফ্ল্যাটে কাজ করেন। অফিস শেষে রাত ৯টায় বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা লক করা। পরে পাশের ফ্ল্যাটে লোকজন নিয়ে লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে বাবার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে এবং আলমারি থেকে মার রেখে যাওয়া ১৪/১৫ ভরি স্বর্ণালংকার ও এক লক্ষ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি...
সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালককে খুন!
![সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালককে খুন!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739216680-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মাত্র সাড়ে চারশ টাকার জন্য ভ্যানচালক মিজান গাজীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমেরী হোসেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি ইটের ভাটা সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে ভ্যান চালক মিজান গাজী (২০) নামে এ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মা মলিনা বেগম বাদী হয়ে মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ তত্বাবধানে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমির হোসেন এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখের নেতৃত্বে শুরু হয় মামলাটির রহস্য উদঘাটন। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল)...
১৯৭১ এর পর এই প্রথম গোপালগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি:
![১৯৭১ এর পর এই প্রথম গোপালগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739208409-ae42be9f854968dbd928e434243ff0db.jpg?w=1920&q=100)
১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আজ সোমবার বিকেলে এই প্রথম গোপালগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। পরিবর্তিত এই পরিস্থিতি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। তবে তা আড়ালে আবডালে। আজ সোমবার বিকেল ৫টার দিকে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে শতাধিক নেতা-কর্মী হাতে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়। এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করা হয় এবং গোপালগঞ্জ-০১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ-০২ আসনে অ্যাড. আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর