রাজধানীতে যানজট নিরসনে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যানজট নিরসনে কাজ করছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ছবি কালের কণ্ঠের সৌজন্যে

রাজধানীতে যানজট নিরসনে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানজট নিরসনের কাজ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে শৃঙ্খলায় কাজ করছেন ও একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন সড়ক। দেশের বিভিন্ন অঞ্চলে এ কাজে যুক্ত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরাও।

আজ শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট, আজিমপুর ও পলাশী মোড় এলাকার বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদের।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স ও ঢাকা কলেজ শাখার সদস্যরা যানজট নিরসনের লক্ষ্যে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এদিন সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে চলছেন। পাশাপাশি তারা রাস্তাও পরিষ্কার করছেন।

এ ছাড়া পথচারীদের ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা জনসাধারণকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক