কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

কুয়েট ভিসি প্রো-ভিসি

কুয়েটের ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। আজ সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

কুয়েট ভিসি পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। রাষ্ট্রপতি কর্তৃক পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ দায়িত্ব পালন করবেন।

তিনি ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

অপরদিকে, প্রো-ভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগপত্রে উল্লেখ করেন, ২০২২ সালের ২২ নভেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে বিরোধীতা, শিক্ষাঙ্গনে দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, সরকার দলীয় ছাত্র সংগঠনকে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ভিসি, প্রো-ভিসির বিরুদ্ধে।

news24bd.tv/SHS