‘শনিবার বিকেল’ মুক্তি নিয়ে যা বললেন তিশা-ফারুকী

‘শনিবার বিকেল’ মুক্তি নিয়ে যা বললেন তিশা-ফারুকী

অনলাইন ডেস্ক

‘শনিবার বিকেল’ ছবিটি প্রায় গত চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। এ নিয়ে বহুবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ঝরেছে দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কথায়। এমনকি সিনেমাটি মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তাতেও সেন্সর বোর্ডের বরফ গলেনি।

 

আপিল করার মাধ্যমে মৌখিকভাবে মুক্তির অনুমতি মিললেও কাগজে-কলমে ছাড়পত্র মেলেনি।  

২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘শনিবার বিকেল’। একই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত ‘ফারাজ’ সিনেমা ভারতে মুক্তি পেলেও বাংলাদেশে সিনেমাটি অদৃশ্য এক কারণে আটকে আছে সেন্সর বোর্ডে।

‘শনিবার বিকেল’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

তিনি বলেন, ‘সিনেমাটি দীর্ঘসময় ধরে সেন্সরে আটকে আছে। আপিল বিভাগ থেকে এটিকে ছেড়ে দিলেও আবার সেন্সর আটকে দিয়েছে। কিন্তু এ ছবি আমেরিকা ও কানাডাতেও মুক্তি দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি। সবার একই প্রশ্ন বাংলাদেশে কেন মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা নিজেরাও জানি না কেনইবা আটকে রাখা হয়েছে। তবে এখন মুক্তি পাবে কিনা সেটাও জানি না। যেভাবে ছিল এখনো সেভাবেই আছে সিনেমাটি। ’

তবে এখন হাসিনা সরকারের পতনে ফের সিনেমাটির মুক্তি নিয়ে আশাবাদী নির্মাতা। ফারুকী মনে করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফল হিসাবে আর কোনো সিনেমা এভাবে আটকে থাকবে না। কারণ, এ আন্দোলনের অন্যতম অংশীদার নির্মাতাও। তিনি বলেন, ‘কারও গলা চেপে ধরার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এ পরিবর্তনের জন্যই কিন্তু বিপ্লবগুলো হয়েছে। ’

news24bd.tv/TR