পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর আজ দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ১৬৮ জন বিডিআর সদস্য। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১, কাশিমপুর-১ থেকে ২৬, কাশিমপুর-২ থেকে ৮৯, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এর পরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে বিডিআর সদস্যদের স্বজনরা ফুল ও ফুলের মালা নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর একটা থেকে যখন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা কারামুক্ত হয়ে বের হয়ে আসছিলেন তখন তাদের দেখে অপেক্ষমাণ স্বজনরা দৌড়ে...
কারামুক্ত হলেন ১৬৮ বিডিআর সদস্য
অনলাইন ডেস্ক
সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
টেলিভিশনে বিজ্ঞাপনের যন্ত্রণা এড়াতে এবার ঘণ্টাপ্রতি বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ ও সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী তৈমূর আলম খন্দকার। রেজিস্ট্রিকৃত ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সকে। নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের সময়সীমা ৮ থেকে ১০ মিনিট নির্ধারণে পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দেন তিনি। নোটিশে ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইনজীবী তৈমূর আলম খন্দকার। অন্যথায়, জনস্বার্থ বিবেচনায়...
বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে ৩ কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। এই অর্থ এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে ব্যবহার করা হবে। জানা গেছে, বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, ও নোয়াখালী অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং বিদ্যুতের চাহিদা মেটাতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আজ ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন এতে স্বাক্ষর করেন। মূল ঋণচুক্তিটি ২০১৮ সালের ১০ এপ্রিল বিশ্বব্যাংকের স্কেল আপ...
দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ইজতেমা দুই পর্বে করার ঘোষণা দিয়েছেন শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ খবর দিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে। হাবিবুল্লাহ রায়হান বলেন, কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর