সুইডেনে ‌‘বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ’ গঠন 

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন।

সুইডেনে ‌‘বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ’ গঠন 

অনলাইন ডেস্ক

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। ড. হুমায়ূন কবীরকে আহ্বায়ক ও মঞ্জুরুল হাসানকে প্রধান পৃষ্ঠপোষক করে এ সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, দেশের ও আওয়ামী লীগের এই ক্রান্তিলগ্নে একজন মুজিব আদর্শের সৈনিক হিসেব আর কতক্ষণ বসে থাকব? আমরা বাংলাদেশকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচাতে আমাদের কাজ শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি।

তাই আমরা গত ১৫ আগস্ট সুইডেন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম পরিষদ গঠন করেছি।

আমরা একে একে ইউরোপের সহ বিশ্বের সব দেশের মুজিব আদর্শের সবাইকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সংকল্পবদ্ধ।

বার্তায় আরও বলা হয়, সুইডেনের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবউজ্জ্বল। সুইডেনে থেকে আমরাই সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে ১৯৭৯ সালে সংগ্রাম শুরু করি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আপার নেতৃত্বে।

আমরা এখন অলস বসে থাকতে পারি না।

সেজন্য আমরা সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এই পাকিস্তানিদের হাত থেকে আবারও আমাদের স্বাধীনতা ও মুক্তির পক্ষে সমর্থন ও জননেত্রীর হাতকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, 
জয় হোক জননেত্রী শেখ হাসিনার

news24bd.tv/তৌহিদ