রাজধানীর বনানীর একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তাদের প্রচেষ্টায় আজ সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সকালে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। আগুন নেভার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।...
বনানী বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
দিল্লির বাতাস আজ দুর্যোগপূর্ণ, ঢাকার অবস্থা কী?
নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী দিল্লির বাতাস আজ শনিবার সবচেয়ে অস্বাস্থ্যকর। এই তালিকায় ঢাকা রয়েছে ৩ নম্বরে। আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ বেশ কুয়াশাচ্ছন্ন। একইসঙ্গে ঢাকার বাতাসও আজ খুব অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় এক ধাপ নিচে নেমে এলেও, কুয়াশার সঙ্গে বাতাসের এই দূষণ সুস্থ মানুষের জন্যও অনেক ক্ষতিকর। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫। এছাড়া এই মান নিয়ে সারা বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা যায়। বায়ুদূষণের তালিকায় সবার ওপরে রয়েছে ভারতের দিল্লি। কোনো শহরের বায়ুমান ৩০০ হলে, সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। আজ দিল্লির বায়ুমানও ৩০০ পেরিয়েছে। বায়ুদূষণের দিক থেকে বরাবরই শীর্ষ শহরের তালিকায় থাকা পাকিস্তানের...
বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
অনলাইন ডেস্ক
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তারা। এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। news24bd.tv/DHL
‘মদ্যপ যুবকের’ গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত, বিচার দাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েটের সিএসই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুনতাসির মাসুদ নিহত এবং একই ব্যাচের অমিত সাহা ও মো. মেহেদি হাসান খাঁন আহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে তারা এ দাবি জানান। তারা বলেন, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ লেভেলে পড়া ওই চালকের বাবা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন। এ সময় শিক্ষার্থীরা যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং আহতদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানান। দাবিগুলো হলো ১. যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। ২. আহতদের চিকিৎসার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর