এমবাপ্পে পরবর্তী যুগটা জয় দিয়েই শুরু পিএসজির

এমবাপ্পে পরবর্তী যুগটা জয় দিয়েই শুরু পিএসজির

অনলাইন ডেস্ক

সাত মৌসুম পিএসজিতে কাটিয়ে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ চলে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপ্পেবিহীন পিএসজি তাদের চ্যালেঞ্জের শুরুটা দারুণভাবেই করলো। তারা মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে।

যদিও ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-১ গোলের সমতা।

একসময় মনে হচ্ছিলো ম্যাচটা ড্র করতে যাচ্ছে পিএসজি। সেখান থেকে পরের ৬ মিনিটে ৩ গোল করে লা হাভরেকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি।

৩ মিনিটে কাং-ইন লি র করা গোলে এগিয়ে যায় পিএসজি। লা হাভরে সেই গোল শোধ করে ৪৮ মিনিটে।

গাতিয়ের লরিস করা সমতা টিকেছিল ৮৩ মিনিট পর্যন্ত। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। পিএসজির বদলি হিসেবে নামা তিন খেলোয়াড় উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানির গোলে ৬ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যায় লিগ আঁ'র বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: খেলোয়াড়দের শিক্ষা দিতে পকেটমার ভাড়া আর্সেনাল কোচের

এমন বড় জয়ে বেশ আনন্দিত পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিক। জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোভাবেই হলো। ’

news24bd.tv/SC