সাড়ে ৩ বছর পর সাদমানের ফিফটি, স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ফাইল ছবি

সাড়ে ৩ বছর পর সাদমানের ফিফটি, স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

লম্বা সময় পর বাংলাদেশের টেস্ট দলের একাদশে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তিনি। লাল বলের ক্রিকেটে গত সাড়ে তিন বছরে এটিই প্রথম ফিফটি এই ওপেনারের। এর মধ্যে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে একটি সেঞ্চুই আছে তার।

 

আজ শুক্রবার (২৩ আগস্ট) পিন্ডিতে বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশন শেষ করার আগে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।  

এদিন সকালের শুরুটা বেশ ধীরলয়ে ছিল সফরকারী দলের দুই ওপেনারের। তবে উইকেটে লম্বা সময় টেকা হয়নি জাকির হাসানের।

দলীয় ৩১ রানেই বিদায় নেন তিনি। ব্যক্তিগত ১২ রানে নাসিম শাহের বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।  

পরে উইকেটে এসে দারুণ দুটি চার মারলেও দুই অঙ্কের ঘরে পৌঁছেই উইকেট দেন অধিনায়ক নাজমুল হাসান শান্তও। ১৬ রানে তিনি বোল্ড হন খুররম শাহজাদের ভেতরে ঢোকা বল খেলতে গেলে।  

প্রথম সেশনের বাকিটা সময় দলকে আর কোনো বিপদে পড়তে দেননি সাদমান ও মুমিনুল হক। মধ্যাহ্নভোজের বিরতির আগে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন সাদমান। ফিফটির অপেক্ষায় আছেন মুমিনুলও। ৪৫ রানে অপরাজিত আছেন তিনি। সাদমান অপরাজিত আছেন ৫৩ রানে।

news24bd.tv/SHS