ঝিনাইদহে স্ত্রীর পায়ের লাথির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায়। নিহত আব্দুল জব্বার (৪৫) জেলার শৈলকূপা উপজেলার হরিহরা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মিস্টি খাতুন ও দ্বিতীয় স্ত্রী সাথী খাতুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা যায়, ইবি শাখা কর্মকর্তা আব্দুল জব্বার গোপনে ছোট স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় বসাবাস করতেন। বিষয়টি বড় স্ত্রী জানতে পেরে সোমবার বিকালে ওই বাসায় প্রবেশ করে। সে সময় বাসার মধ্যে বাগবিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিতে থাকলে এক ঘণ্টা পর দরজা খোলা হয়। ওই সময় ইবি কর্মকর্তা বিছানার উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা।...
স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ, দুই স্ত্রী আটক
ঝিনাইদহ প্রতিনিধি:
সাদপন্থী শীর্ষ নেতা ওয়াসিফুলসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর প্রতিনিধি
জোড় ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাদপন্থী শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) সাথী মোহাম্মদ হোসেন। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান সংবাদটি নিশ্চিত করেন। মামলায় আসামিরা হলেন, সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার উরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০) ও অ্যাডভোকেট ফরিদ (৪৫)। মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে ৯৮/১০৫...
বিজয় দিবসে জনরোষে পালিয়ে গেলেন ইউএনও
ঝিনাইদহ প্রতিনিধি:
মহান বিজয় দিবসে জনরোষের শিকার হয়ে পালিয়ে গেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। তিনি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়ি করে পালিয়ে যান। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহান বিজয় দিবসে সকাল সাড়ে ৬টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন না ইউএনও। পরে সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি আসেন ৯টায়। এ ছাড়াও শহীদ বেদী চত্বর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন। এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও উছেন মে গাড়িযোগে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করতে আসলে অপেক্ষামান লোকজন তার গাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ আনেন স্থানীয়রা।...
রাজবাড়ীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ট্রলার থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ মো. বাদশা মণ্ডল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান। এর আগে গত রবিবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে সদর উপজেলা চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরিঘাটের তিনশো গজ দূরে থাকা একটি ট্রলার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মো. বাদশা মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুরি এলাকার আব্দুল কাদের মণ্ডলের ছেলে। এসময় তার কাছে থাকা সিলভার রংয়ের দেশিয় তৈরি দোনালা পাইপগান ও দুইটি শটগানের লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মো. বাদশা মণ্ডলকে দেশিয় তৈরি একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর