রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে এরপর আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জন্য আইন করা প্রয়োজন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি আরও বলেন, আমরা যদি এখন কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর সম্ভব না। যদি আমরা কিছু সংস্কার না করি তাহলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় হবে। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আন্দোলনে আহতদের মধ্যে প্রায় দুই হাজারের বেশি মানুষ এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৩৭ জনের অবস্থা গুরুতর। পৃথিবীর ইতিহাসে এমন অভ্যুত্থান হয়েছে কি না আমার জানা নেই। উপদেষ্টা ২০০৭ সালের...
‘দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে’
নিজস্ব প্রতিবেদক
হাসিনা সরকারের হাতিয়ার মঈন কমিশনই দুর্নীতিতে
বড় দুর্নীতির বদলে ছোটখাটো অপরাধে ব্যস্ততা
অনলাইন ডেস্ক
গত আড়াই বছরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সদ্যবিদায়ী চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে সংস্থাটি মূলত ছোটখাটো দুর্নীতি শনাক্ত ও তদন্তে ব্যস্ত ছিল। সরকারের নির্দেশ ছাড়া কোনো বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে অনুসন্ধান বা মামলা পরিচালনা করতে দেখা যায়নি সংস্থাটিকে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির তদন্তে দুদকের ভূমিকা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। ভুয়া তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত হোতাদের বাদ দিয়ে মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়। এই প্রক্রিয়ার পেছনে তৎকালীন চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ, কমিশনার জহুরুল হক এবং আছিয়া খাতুনের ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। দুদকসূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র আরও জানিয়েছে, কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে পরিবারের সদস্যদের জন্য দুদক থেকে নিয়মবহির্ভূত সুযোগসুবিধা গ্রহণ,...
আগুনে পুড়লেও ৫ মন্ত্রণালয়ের জরুরি কাগজপত্র উদ্ধার সম্ভব: সাবেক সচিব
নিজস্ব প্রতিবেদক
আগুনে সচিবালয়ের পাঁচ মন্ত্রণালয় পুড়লে নথি ও প্রকল্পের জরুরি কাগজপত্র উদ্ধার করা সম্ভব বলে মনে করেন সাবেক আমলা আবু আলম শহীদ খান। তার মতে, জরুরি নথির কপি সংশ্লিষ্ট বিভাগ বা সহকারী প্রতিষ্ঠানেও থাকতে হয়। আগুন লাগার মতো ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে সচিবালয়ের অবকাঠামো ঢেলে সাজানোর সময় হয়েছে মন্তব্য সাবেক এই সচিবের। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনে পুড়েছে সচিবালয়ে ৫ মন্ত্রণালয়। পুড়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া আসিফ মাহমুদের মন্ত্রণালয়। তবে স্থানীয় সরকার ও সড়ক পরিবহন দুই মন্ত্রণালয়ের পুড়েছে ৯০ শতাংশ। জরুরি নথি আর প্রকল্পের কাগজপত্র নিয়ে উৎকণ্ঠায় উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে যেসব জরুরি ফাইল কিংবা নথি পুড়ল সেগুলোর কী হবে। পুড়ে যাওয়া মানে কী সরকারের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত থমকে যাওয়া!! সাবেক এই সচিব বলছেন, সরকারের সব কাজেই...
ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপার ঘাতক চালকের খোঁজ মিলেছে
অনলাইন ডেস্ক
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চার জনসহ মোট ছয় জন নিহত হয়। মর্মান্তিক এই ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে এই বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দায়ী ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তিনি বলেন, দুর্ঘটনার পর বাসচালক আত্মগোপনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর