দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। সোমবার (২৬ আগস্ট) দিবসটি উপলক্ষে র‌্যালি ও ফুলবাড়ী আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটি, ফুলবাড়ী নাগরিক সমাজ এবং ফুলবাড়ীবাসীর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড় থেকে পৃথক পৃথক এসব র‌্যালি বের করে ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে।

এরপর তারা শহীদ আমিন, তরিকুল ও সালেকীন-এর স্মৃতিস্তম্ভে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে গণআন্দোলন গড়ে উঠে। এসময় তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয় আমিন, তরিকুল ও সালেকীন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় ২ শতাধিক মানুষ।

তখন থেকে ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

news24bd.tv/SC