নেপালকে উড়িয়ে সাফের শিরোপা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে উড়িয়ে সাফের শিরোপা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। আজ বুধবার (২৮ আগস্ট) নেপালে স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হারিয়েছে ১-৪ গোলের বিশাল ব্যবধানে।

এই প্রথম অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতল বাংলাদেশ।

এর আগে, ২০২২ সালে ভারতের কাছে ফাইনাল হেরে রানার্সআপ হয় বাংলাদেশের যুবারা।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকে দাপট ছিল নেপালের। স্বাগতিক দর্শকও ছিল চোখে পড়ার মতো। তবে প্রথমার্ধে সেই ভালো খেলার ফল পায়নি স্বাগতিকরা।

উল্টো অতিরিক্ত সময়ে মিরাজুল ইসলাম চমকে দেয় নেপালকে। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করেন তিনি।

সেই গোলের পর ম্যাচের দখল নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের গোল করেন মিরাজুল। ৫৪তম মিনিটে তার গোলে ব্যবধান হয় ২-০। জোড়া গোল করে মিরাজুল নেয় গোল বানিয়ে নেওয়ার দায়িত্ব। ৭০তম মিনিটে গোল করে রাব্বি হোসেন রাহুল, এই গোলের যোগানদাতা মিরাজুল।

এরপর অবশ্য একটি গোল শোধ দেয় নেপাল। ৭৯তম মিনিটে সামির তেনাং স্বাগতিক সমর্থকদের আনন্দের একটি উপলক্ষ বয়ে আনেন। তবে ইনজুরি সময়ে পিয়াস আহমেদ গোল করলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেপালকে।

news24bd.tv/SHS