একজনের হাতের রগ কেটে দেওয়ার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা চট্টগ্রামের চাক্তাই এলাকার মদন মিয়ার ছেলে ভ্যানচালক মো. ইলিয়াছকে কুপিয়ে হাতের কব্জির রগ কেটে ফেলে। এ সময় তার ওপর গুলি চালায় ও হাতবোমা-ককটেল নিক্ষেপ করার অভিযোগে নওফেল, করিম চৌধুরীসহ ১২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে বলে জানা গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, আদালতের নির্দেশে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক মেয়রসহ ১২৭ জনের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড হয়েছে।...
হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
![হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/16/1739723034-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
পলকের সব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
![পলকের সব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/16/1739698958-b7d09620cbe5dd3eb7409275811c1595.jpg?w=1920&q=100)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে আদালত। অভিযোগ রয়েছে, পলক ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ কারণে দুদক আদালতের কাছে আবেদন করে পলকের যাবতীয় সম্পদ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য। আদালত তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় প্রদান করে এই সিদ্ধান্ত নেয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তাঁর নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। জানা গেছে, ক্রোক করা জমির মোট বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।...
ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
![ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/16/1739693825-16e6691ff55066415c26d813d607eb67.jpg?w=1920&q=100)
জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পাশাপাশি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তার এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। শুনানিতে আবদুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়...
অবসরে থাকা বিচারকদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব
অনলাইন ডেস্ক
![অবসরে থাকা বিচারকদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739611854-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
দীর্ঘদিন ধরে চলমান মামলাজট নিরসনে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। যেসব জেলায় মামলাজট বেশি, সেসব জেলায় দুই বা তিন বছরের জন্য অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কমিশন। বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে মামলাজট হ্রাস শিরোনামে একটি অধ্যায় রয়েছে। সেখানে মামলাজট নিরসনে স্বল্পমেয়াদী ব্যবস্থা হিসেবে এমন প্রস্তাব এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষ আদালত আইন-২০০৩ সংশোধনের মাধ্যমে এবং ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুসারে অবসরপ্রাপ্ত জেলা জজদের নিয়োগ করা যেতে পারে। এ ধরনের নিয়োগের জন্য আইন সংশোধনের আগে সম্ভাব্য জটিলতা এড়ানোর জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতি নেওয়ার প্রস্তাব করেছে তারা। বিচার বিভাগ সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর