জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা জুলাই গণহত্যার ১২টি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। news24bd.tv/SHS
১২ মামলার আসামি সুফিয়ান স্ত্রীসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
দুই শিক্ষার্থী হত্যা: রামপুরায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে একদল শিক্ষার্থী। হত্যাকারীদের আইনের আওতায় না আনলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ এ হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অথচ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ বিন রনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা...
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে আজ বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে। তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে...
ডিএসসিসি’র মিট দ্য প্রেস, নাগরিক সেবায় নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জরুরি পরিচালন কেন্দ্রে আজ বুধবার (১৮ ডিসেম্বর) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রকৌশল বিভাগের কার্যক্রম নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মিজানুর রহমান জানান, অতিবৃষ্টির কারণে রাস্তাঘাটে তৈরি হওয়া খানাখন্দ দ্রুত সংস্কারের কাজ চলছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব কাজ সম্পন্ন হবে। পাশাপাশি বড় রাস্তার সংস্কার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে দরপত্র প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত এবং বিভিন্ন সংস্থার রাস্তা খননের কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে রাস্তা, ড্রেন ও ফুটপাতের ১৩টি প্রকল্পের মধ্যে ৪টির কার্যাদেশ দেওয়া হয়েছে এবং ৯টি প্রকল্পের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর