ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন পরিবহন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ মার্চ) এসব দপ্তরে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ...
সরকারি ৩ দপ্তরের শীর্ষ পদে রদবদল
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় মানবপাচার ও ১১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ এজেন্সির বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় মানবপাচার ও ১ হাজার ১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলোর মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠানও আছে। news24bd.tv/NS
নতুন ৮ বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ নতুন করে ৮ বিষয়ে নিজের সংস্কার ভাবনা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (এনডিএম) এর ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব প্রস্তাব দেন। তারেক রহমান বলেন, এখানে যেসব দল এসছে, সব দলের আদর্শ এক হবে না। তবে মূল বিষয়টি এক জায়গায়। সেটা হলো গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেটা আলোচিত- সেটা হলো সংস্কার। আমরা এখানে যারা আছি, বিগত ১৫ বছর ধরে আন্দালন সংগ্রাম করেছি আমাদের হারিয়ে যাওয়া ও ডাকাতি করে নেওয়া সেই অধিকারের জন্য। তিনি আরও বলেন, এখন বিভিন্ন আলোচনা চলছে। আমরা যেসব রাজনৈতিক দল এখানে আছি- দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম...
নেপাল-বাংলাদেশ সহযোগিতার ওপর গুরুত্বারোপ
অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ঘনশ্যাম ভাণ্ডারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাণিজ্য, ব্যবসা, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন অন্যতম। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সার্ক ও বিমসটেক-এর বিষয়ে আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করা হয়। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর