রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা গেছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, আহত রিকশাচালক মারা গেছে বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে...
আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযান নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, রিকশাচালকের মৃত্যু
অনলাইন ডেস্ক

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ তিনদিন পর ফেরত দিল বিএসএফ
অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত আল-আমিনের মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে ভারতীয় বাহিনী। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপি পয়েন্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার এবং বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানার এসআই মালেক নিহত আল-আমিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহত আল-আমিনের বড় ভাই মোস্তফা কামাল, ছোট ভাই মনসুর আলী এবং স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দিন ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন এবং তারা মরদেহ গ্রহণ করেন। নিহতের ঘটনা ঘটেছিল গত শনিবার (৮ মার্চ) যখন আল-আমিন ভারতের অভ্যন্তরে, নীলফামারী ৫৬ বিজিবির ভিতরগড় বিওপি সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকার ৫০ গজ ভেতরে আবালুপাড়া এলাকায় বিএসএফের টহলদলের গুলিতে নিহত হন। এরপর বিএসএফ টহলদল...
৭০০ টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক ব্যবসার ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) পৌরশহরের শিলাসী কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আবদুল মালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইমরান হোসেন সঙ্গে হাসপাতাল রোড এলাকার সানীর সঙ্গে মাদক ব্যবসার ৭০০ টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ থেকেই সানী তার সঙ্গীদের নিয়ে ইনরানকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ইমরানের স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ইমরানের মৃত্যু হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো....
মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুকে হত্যা, আটক ৩
অনলাইন ডেস্ক

লালমনিরহাটে সদর উপজেলায় অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থী শাকিলকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) লালমনিরহাট সদর এ সার্কেল (এসপি) ফজলুল হক এ তথ্য জানান। এর আগে, এদিন বিকেলে উপজেলার গোকুণ্ডা ইউনিয়নে একটি সেপটিক ট্যাংকের ভিতর থেকে ৯ বছরের শিশু শাকিলের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল শাকিল। রাতে একটি নম্বর থেকে কল দিয়ে শাকিলের পরিবারের কাছে ৩ লাখ টাকা দাবি করা হয়। পরে শাকিলের পরিবার সেই নম্বর সদর থানায় দিলে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ সেই নম্বর ব্যবহারকারী সোহান (১৮) ও তার বাবা ও মাকে আটক করে। রাতভর জিজ্ঞাসাবাদে বিভিন্ন রকম তথ্য দিয়ে সর্বশেষ তারা শাকিলকে হত্যা করার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার বিকেল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর