বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আওয়ামী লীগকে খারিজ করে দেওয়া হয়নি। বরং আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ছাড়া অন্য সবাইকে খারিজ করে দিয়েছে, এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ আয়োজন: আপোষহীন বাংলাদেশ-এ অতিথি হিসেবে অংশ নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহর কাছে সঞ্চালকের প্রশ্ন ছিল, যুক্তিযুদ্ধ থেকে যেভাবে আওয়ামী লীগকে একেবারে খারিজ করা হচ্ছে, সেই দলটার কি আসলেই কোনো ভূমিকা ছিল না? জবাবে হাসনাত বলেন, আপনি দেখবেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, আওয়ামী লীগ শুধুমাত্র তার নিজ দলে যারা ছিল, তাদের ছাড়া.. (সবাইকে মাইনাস করেছে)। নিজ দলের অনেককেও মাইনাস করে ফেলেছে। মুক্তিযুদ্ধকে শেখ পরিবার কেন্দ্রিক করা হয়েছে। অর্থাৎ, যারা শেখ...
মুক্তিযুদ্ধকে শেখ পরিবার কেন্দ্রিক করা হয়েছে: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
দেশে ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
দেশে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে রংপুরসহ আশপাশের এলাকা এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আরও পড়ুন বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই : হাসনাত ১৬ ডিসেম্বর, ২০২৪ রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩৫ সেকেন্ড। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।...
ফ্যাসিবাদীরা বড় বড় প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করেছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদীরা বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেকই লুটপাট করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ড. ইউনূস বলেন, আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম। শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা। এতে কী পেলাম, কী পেলাম না, তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে। ড. দেবপ্রিয়ের সভাপতিত্বে গঠিত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে ৪০০ পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে। তিনি বলেন, রিপোর্ট পড়ে দেশের মানুষ...
নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার সম্ভাব্য সময় ঘোষণা, যা বলছে ইসি
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান। এদিকে, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এদিন দুপুরে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ। ইসি তাহমিদা বলেন, কমিশন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এর আগে, সকালের ভাষণে প্রধান উপদেষ্টা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর সহযোগিতা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর