দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার শেখ হাসিনার ভাতিজা মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ৩,১১০ কোটি টাকারও বেশি অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, একই সময়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ার আশরাফ এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৪৪১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও দায়ের করা হয়েছে। নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে ৭২টি ব্যাংক একাউন্ট থেকে ৩,১১০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও, তাদের প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ উদ্ধার হয়েছে। এদিকে, নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার আশরাফ এবং তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে ১৬ কোটি টাকার অবৈধ...
নিক্সন ও তার স্ত্রীর ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন
নিজস্ব প্রতিবেদক
এজেন্সিগুলোর সর্বনিম্ন হজ যাত্রীর সংখ্যা ১ হাজার
নিজস্ব প্রতিবেদক
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর প্রতি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা এক হাজার নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সাল থেকে বাংলাদেশি প্রতি হজ এজেন্সি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা হবে দুই হাজার জন করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সাল পর্যন্ত এ সংখ্যা ছিলো মাত্র ২৫০ জন। সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী ২০২৫ সাল প্রতি এজেন্সির জন্য ২ হাজার জন হজযাত্রী নির্ধারণ করে দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এ বিষয়ে সৌদি সরকারের সাথে দফায় দফায় আলোচনা করা হয়েছে। সরকারের অনুরোধের প্রেক্ষিতে সৌদি সরকার এ বছরের জন্য হজযাত্রীর সংখ্যা ২ হাজার থেকে কমিয়ে ১ হাজার জন করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে ২০২৬ সাল থেকে হজযাত্রীর সংখ্যা ২ হাজার জনই হবে। এ সময় ধর্ম উপদেষ্টা জানান, সৌদি সরকারের এই সিদ্ধান্ত শুধু...
ব্যারিকেড ভেঙে শাহবাগে বিডিআর থেকে চাকরিচ্যুতরা
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেনবিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় চাকরীচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নেন তারা। মিছিলটি টিএসি ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামনে দিয়ে শাহবাগে প্রবেশের সময় পুলিশের বাধা মুখে পড়ে। বাধা উপেক্ষা করেই চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। তারা দাবি জানান, সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তি দিতে হবে। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা...
বিশেষ দায়িত্বে ঢাকায় আসছেন ট্র্যাসি জ্যাকবসন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন কেউ না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন। মূলত বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। বিষয়টি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে। ট্রেসি অ্যান জ্যাকবসন দীর্ঘ ও সম্মানজনক কূটনৈতিক ক্যারিয়ারে তিনি তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জ্যাকবসন নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন। বিদেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর