পিন্ডিতে টাইগারদের বোলিং তোপে কাবু পাকিস্তান

পিন্ডিতে টাইগারদের বোলিং তোপে কাবু পাকিস্তান

অনলাইন ডেস্ক

রাওয়ালপিন্ডিতে আজকের দিনটা ভালোই যাচ্ছে বাংলাদেশের। টাইগার বোলারদের বোলিং দাপটে বেশ কাবু হয়ে পড়েছে পাকিস্তানের ব্যাটাররা। এর আগে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। রোববার (১ সেপ্টেম্বর) পাকিস্তান তাদের স্কোরকার্ডে ৯ রান যোগ করতেই দুই উইকেট হারায়।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) হাসান মাহমুদ এবং নাহিদ রানার ৪ উইকেটের সুবাদে পাকিস্তানকে বেশ ভালোভাবেই আটকে রেখেছে টাইগার বোলাররা।

আজ দিনের শুরুতেই সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। পাকিস্তানি ওপেনারকে ২০ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচে ফেরান বাংলাদেশি এই পেসার। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত করেন নাহিদ রানা।

অধিনায়ক শান মাসুদকে ২৮ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন এই পেসার। পরে বাবর আজমকে ১১ রানে সাদমানের ক্যাচে আউট করেন।

মোহাম্মদ রিজওয়ানের বহুল প্রতীক্ষিত উইকেটটি শিকার করেন হাসান মাহমুদ। ৪৩ রানে সাজঘরে ফেরেন রিজওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান  উইকেট ৮ উইকেট হারিয়েছে। ১৪৫ রানে ৯ উইকেট নিয়ে ব্যাট করছে স্বাগতিকরা। ১৫৭ রানের লিড নিয়েছে তারা।

পাকিস্তানের প্রথম ইনিংসের ২৭৪ রানের জবাবে রোববার (১ সেপ্টেম্বর) ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে বাঁচান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ৭৮ ও লিটন ১৩৮ রান করেন।

news24bd.tv/SC