যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, সরকার জবাবদিহিতা ও ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর জন্য বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করা হবে। সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণের কাছে টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যেসব দুর্নীতি হয়েছে, সেগুলোর বিচারের জন্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করবে...
টিউলিপের পদত্যাগের পর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি
অনলাইন ডেস্ক
৬০০ সহায়ক ট্রাফিক পুলিশ নিয়োগ হচ্ছে, দৈনিক পাবেন ৫৬০ টাকা
অনলাইন ডেস্ক
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্য হিসেবে ৬০০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সহায়তার জন্য তারা প্রত্যেকে পাবেন দৈনিক ৫৬০ টাকা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি প্রস্তাবে শর্ত সাপেক্ষে সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের কাজে সহায়তার জন্য তাদের নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যরা চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন প্রর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করবেন। দিনে দুই পালায় কাজ করার সুযোগ থাকছে। এই হিসাবে সহায়ক ট্রাফিক পুলিশ সদস্যদের পেছনে চলতি অর্থবছরের ২৪৫ দিনে আট কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র...
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সংলাপ, জাতীয় পার্টি কি থাকছে?
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত হলেও আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) এটি ঘোষণা করা হচ্ছে না। এটা নিয়ে আগামী বৃহস্পতিবার সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। তবে সেই আলোচনায় জাতীয় পার্টিকে রাখবে না সরকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। খসড়া তৈরি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সবার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সে দিন কবে ঘোষণা করা হবে সেই তারিখ জানানো হবে। উপদেষ্টা বলেন, খসড়ার ধারাগুলোতে মোটামোটি সবাই একমত। তবে কিছু কিছু ধারা নিয়ে রাজনৈতিক দলগুলোরে আপত্তি আছে। আলোচনা করে সমাধান করা হবে। এই আলোচনায় জাতীয় পার্টিকে বাইরে রাখা হবে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...
ওমরাহ যাত্রীদের ৫ টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার
প্রেস বিজ্ঞপ্তি
চলতি বছর ওমরাহ যাত্রীদের ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। এ রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। সোমবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সাল থেকে যে ৫টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের। আরও বলা হয়েছে, মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষ ভাবে বাধ্যতামূলক। পাশাপাশি ধনুষ্টংকার, হাম এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর