আইএসআইএস নেতাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র 

সংগৃহীত ছবি

আইএসআইএস নেতাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র 

অনলাইন ডেস্ক

একজন আইএসআইএস নেতাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মতে, ওই নেতা সিরিয়ায় একটি বন্দী শিবির থেকে পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের পালাতে সাহায্য করেছিলেন।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম খালেদ আহমেদ আল-দান্দাল। রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র খালেদ আহমেদ আল-দান্দালকে বন্দী করে।

সেন্টকমের তথ্য অনুযায়ী ওই নেতা সিরিয়ার বন্দী শিবির থেকে আইএসআইএস যোদ্ধাদের পালিয়ে যেতে সাহায্য করেছিল।  

গত সপ্তাহে, সিরিয়ার রাক্কা বন্দী কেন্দ্র থেকে পাঁচ আইএসআইএস বন্দী পালিয়ে গেছে। সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী পলাতকদের মধ্যে দুজনকে উদ্ধার করেছে, কিন্তু বাকি তিনজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সেন্টকম।  

সিরিয়ায় ২০টিরও বেশি বন্দী কেন্দ্রে ৯,০০০ এরও বেশি আইএসআইএস বন্দী রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সম্ভব আটকদের প্রত্যাবাসনের জন্য কাজ করছে, তবে প্রক্রিয়াটি ধীরগতিতে চলছে। সূত্র: সিএনএন

news24bd.tv/এসএম