টানা আট জয় শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর কিংসকে প্রথম হারের স্বাদ দিল দুর্বার রাজশাহী। সোহানের দলের বিপক্ষে ২৪ রানের জয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী। নয় ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে এসেছে তারা। বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর। ১৭১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইল ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে...
৮ জয়ের পর প্রথম হার রংপুরের
অনলাইন ডেস্ক
রাজশাহীকে ১৭০ রানে আটকে দিল অপ্রতিরোধ্য রংপুর
অনলাইন ডেস্ক
এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচের ৮টিতেই জিতে প্লে অফও নিশ্চিত করে বসেছে। অন্যদিকে টেবিলের ৬ নম্বরে থাকা রাজশাহীর শেষ চারের আশা বাঁচানোর লড়াই। আজ ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭০ রান। ৪ উইকেট হারিয়ে ১৬ ওভারের দুর্বার রাজশাহীর রান ছিল ১৫৩ রান। রানরেট ছিল ৯.৫৩। আর শেষ ৪ ওভারে রান হয়েছে মাত্র ১৭, উইকেটে হারিয়েছে ৫টি। উড়ন্ত শুরু করা রাজশাহীর রান তোলার লাগাম শেষ দিকে বেশ ভালোভাবেই আটকে দিয়েছে রংপুর রাইডার্স। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তুলতে পেরেছে ৯ উইকেটে ১৭০ রান। জিততে হলে রংপুর করতে হবে ১৭১ রান। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ১৫ বলে ২৪ রান তোলেন মোহাম্মদ হারিস ও সাব্বির ইসলাম। ১২ বলে ১৯ রান করেন ওপেনার হারিস। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২...
টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর
অনলাইন ডেস্ক
বিপিএলের ৩১তম ম্যাচে টসে জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল রংপুর রাইডার্স। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে ৮ ম্যাচের ৮টিতেই জিতে প্লে-অফও নিশ্চিত করা রংপুর। চলতি বিপিএলে এটাই প্রথম দেখা তাদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্যও সহায় হয়নি রাজশাহীর। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। বর্তমানে ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রাজশাহী। আর ৮ ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে আছে রংপুর। এদিকে সাব্বির হোসাইনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ৬১ রান। news24bd.tv/AH
এভাবেও ধাক্কা দেওয়া যায়, রূপকথার গল্প লিখলো পিএসজি
অনলাইন ডেস্ক
জেতা তো পরের কথা, ম্যাচে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল পিএসজির জন্য। নাস্তানাবুদ অবস্থা থেকেই প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে বড় ধাক্কা দিলো ক্লাবটি। প্রত্যাবর্তনের অনবদ্য এক গল্প লিখলো পিএসজি। ২-০ গোলে পিছিয়ে পড়েও এলো ৪-২ গোলের জয়। পিএসজি পয়েন্ট তালিকায় ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে এলো। অন্যদিকে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা সিটি চ্যাম্পিয়নস লিগেও পৌঁছে গেল খাদের কিনারায়। শেষ ষোলো নিশ্চিত করার জন্য প্লেঅফ খেলতে হলে শেষ ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে জিততেই হবে তাদের। তবে ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে থাকা সিটি এই মুহূর্তে বাদ পড়াদের কাতারেই আছে। প্রথম মিনিট থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে দুই দল। ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য পিএসজিই পেয়েছিল। তবে সিটি গোলরক্ষক এদেরসন সে যাত্রায় বাঁচিয়ে দেন দলকে। ১০ মিনিটে আবার অল্পের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর