কত বড় স্বার্থে এই অন্ধ দলদাসত্ব, প্রশ্ন তানভীর তারেকের

কত বড় স্বার্থে এই অন্ধ দলদাসত্ব, প্রশ্ন তানভীর তারেকের

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আওয়ামী পন্থী শোবিজের নামকরা কয়েকজন তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেখান থেকে আসতো অনেক নির্দেশনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন।

শুধু তাই নয়, সেই সময়ের ফেরদৌস-আরাফাত-রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথনও রয়েছে, যা শিউরে ওঠার মতো।

এর মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের মুখে বলতেও শোনা যায়, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ংকর কথা। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় আওয়াজ তুলেছেন।

স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেক। মঙ্গবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে আক্ষেপের সুরে তিনি বলেন, 'অথচ সবগুলোকেই মানুষ ভাবতাম!!'

নিম্নে তানভীর তারেকের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

তিনি লিখেছেন, অথচ সবগুলোকেই মানুষ ভাবতাম !! শো তে এসে কি সুন্দর মানবতা, সততার কথা বলতো!! আন্দোলনের সময়েই প্রশ্নও করেছিলাম বিটিভিতে কেন যেতে হলো?? জবাবে অধিকাংশই বলেছিল, 'চাপে পড়ে গিয়েছিলাম সেদিন। উপায় ছিলো না!!'

k

আক্ষেপের সুরে তিনি লেখেন, 'আহারে! চাপ তো আমাকে, অনিমাকেও দিয়েছে। গাড়ি পাঠাইতে চাইছে .. এড়িয়ে গিয়েছি। অণিমার বিশ্ববিদ্যালয় থেকে বলে দেয়া হয়েছে- সব ঠিক হয়ে গেলে তোমার ব্যবস্থা নেয়া হবে ??'

তিনি আরও লেখেন, 'এসব বাদ দিলেও এই কনভারসেশনগুলো তো ভয়ানক! বাইরে যখন মানুষ মরছে। তখন এরা আরো কিভাবে মরবে সেই আলাপে ব্যস্ত!!'

কীসের স্বার্থে ..!! কীসের আনন্দে?? কাকে বাঁচাতে ?? তাহলে- এসব শিল্পচর্চা বাদ দিয়ে শুধু নোংরা রাজনীতি করলেই পারেন?'

l

এই উপস্থাপক আরও লেখেন, 'গরম জল দিতে হবে? মানে- কাকে গরমজল দিয়ে মারবেন? ঐ ছাত্রদের? যারা প্রাণ তুচ্ছ করে - আমার আপনার আমাদের জন্য - এক বাক স্বাধীনতার বাংলাদেশ আনতে চেয়েছে .. ভয়মুক্তি চেয়েছে। '

পরিশেষে তিনি লেখেন, 'জানতে ইচ্ছে করে- কত বড় স্বার্থে এই অন্ধ দলদাসত্ব ???'

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক