এপ্রিলের মাঝামাঝি থেকে, নেকড়ের আক্রমণ নেপালের সীমান্তবর্তী ভারতের বাহরাইচ জেলার প্রায় ৩০টি গ্রামকে আতঙ্কিত করেছে। এখন পর্যন্ত নেকড়ের আক্রমণে নয়টি শিশু এবং একজন প্রাপ্তবয়স্কক নিহত হয়েছেন।
নেকড়ের আক্রমণে নিহত হওয়া মানুষের ভিতর সবচেয়ে কম বয়স্ক ছিল একজন এক বছর বয়সী ছেলে এবং সচেয়ে বেশি বয়স্ক ছিল একজন ৪৫ বছর বয়সী নারী। এছাড়া নেকড়ের আক্রমণে এখন পর্যন্ত ৩৪ জন আহত হয়েছেন।
এই ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে। অনেক গ্রামের বাড়িতে তালা না থাকায়, শিশুদের ঘরে রাখা হচ্ছে, এবং পুরুষরা রাতের অন্ধকারে রাস্তায় টহল দিচ্ছে। নেকড়েদের ভয় দেখানোর জন্য কর্তৃপক্ষ ড্রোন এবং ক্যামেরা স্থাপন করেছে। এছাড়াও নেকড়েদের ধরতে বা দূরে রাখতে ব্যবহার করা হচ্ছে ফাঁদ স্থাপনআতশবাজি। এ পর্যন্ত তিনটি নেকড়েকে ধরে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
মানুষের উপর এই ধরনের আক্রমণ অত্যন্ত বিরল। আক্রমণ করা নেকড়ের বেশিরভাগই জলাতঙ্ক দ্বারা সংক্রামিত। এটি একটি এমন রোগ যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এ ধরণের নেকড়ে সাধারণত শিকার না খেয়ে একাধিক আক্রমণ করতে থাকে।