টঙ্গীর বিশ্বর ইজতেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় মামলায় সাদপন্থি নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার হয়েছেন।শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া নয়টায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, শফিউল্লাহ শরিয়তপুরের নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদা বড় মসজিদের খতিব। পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গীতে নিয়ে আসে। মামলার বাদী পক্ষ তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গীতে আনা হচ্ছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার...
সাদপন্থি নেতা শফিউল্লাহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই'রা
নিজস্ব প্রতিবেদক
পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর আগে তাদের পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। আজ রোববার (৫ জানুয়ারি) সকালে সচিবালয়ের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে দুইশ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এসআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছেন ২৮৮ জন এবং নারী ৩৩ জন।...
'আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে'
গাজীপুর প্রতিনিধি
আগামী নির্বাচনে আনসার ও ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে আজ রোববার (৫ জানুয়ারি) সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং প্রত্যেকের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। সামনের নির্বাচনে আনসারকে ভিন্নরূপে দেখা যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি...
১১ দিন পর খুলল সচিবালয়ের পুড়ে যাওয়া ভবন
নিজস্ব প্রতিবেদক
আগুন লাগার ১১ দিন পর সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া ৬, ৭, ৮ এবং ৯ তলা ছাড়া নীচের পাঁচটি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। রোববার (৫ জানুয়ারি) সকালে ৭ নম্বর ভবনটি খুলে দেওয়া হয়। গণপূর্ত সচিব নিউজ টোয়েন্টিফোরকে বলেন, পুড়ে যাওয়া পাঁচ মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে। দুই সপ্তাহ পর দাপ্তরিক কাজ শুরু করা যাবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হলো তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তিনি জানান, মেরামত কাজ শুরু করার আগে নীচের তলাগুলোতে ধোঁয়া-মোছার কাজ চলছে। উপরের তলার আগুনের ছাই, ভাঙা কাঁচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এখনো কিছু রুমে কম্পিউটার কানেকশন ঠিক করা হচ্ছে। শ্রম মন্ত্রণালয়ের সচিবের রুম প্রায় শতভাগ পুড়ে গেছে। এতে নথি যতটা পুড়েছে সেগুলো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর