ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে সাংবাদিক আহত 

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে সাংবাদিক আহত 

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কাফর দান শহরে অভিযানের সময় ইসরায়েলের গুলিতে একজন সাংবাদিক আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর একজন সাংবাদিক মোহাম্মদ মনসুর এই ঘটনায় আহত হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।  

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর একজন সাংবাদিক মোহাম্মদ মনসুর এই ঘটনায় আহত হন। মনসুরকে বহন করা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

 

ফ্রিল্যান্স সাংবাদিক জারাহ খালাফের তোলা ফুটেজে একটি বিশৃঙ্খল দৃশ্য দেখানো গেছে। ভিডিওতে দেখা গেছে পা থেকে রক্ত ​​ঝরা অবস্থায় মনসুর রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে্ন। ওই সময় সমস্ত সাংবাদিকরা "প্রেস" লেবেলযুক্ত ফ্ল্যাক জ্যাকেট পরেছিলেন এবং গাড়িটির হুডে একটি "প্রেস" শনাক্তকারী চিহ্ন ছিল।

খালাফ বলেছেন, ইসরায়েলি বাহিনীর সরাসরি গুলি তাদের বিস্মিত করেছে।

তাদের শরীরে এবং গাড়িতে প্রেসের চিহ্ন থাকার পরেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের উপর একাধিকবার গুলি করেছে।


ওয়াফা বলেছে, মঙ্গলবারের অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনী গাড়িতে সরাসরি গুলি চালায়। গাড়িতে তখন চার জন সাংবাদিককে ছিলেন। এদিকে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি, বন্দুকের গুলিতে আহত চার সাংবাদিকের চিকিৎসা করেছে বলে জানা গেছে। সূত্র: সিএনএন

 

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক