মিয়ানমারের রাখাইন রাজ্য এখন দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে নিয়েছে। তবে গত কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তে শোনা যাচ্ছে না মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি কিংবা গোলার বিকট শব্দ। এ অবস্থায় সীমান্তে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরেজমিনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুরে নাফ নদীর জেটিঘাট থেকে দেখা যায়, মিয়ানমারের অভ্যন্তরে আগুনের ধোঁয়ার কুণ্ডলী রয়েছে। এর মধ্যেও সতর্ক অবস্থায় জাতীয় পতাকা টাঙিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা। আর নাফ নদীতে সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাইট্যংপাড়া থেকে দেখা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। নাফ নদীর বাংলাদেশ অংশে ককশিটের ভেলায় বড়শি দিয়ে মাছ শিকার করছে অন্তত ৫০ জনের বেশি জেলে। তবে কেউ জলসীমা পেরিয়ে...
সীমান্তের ওপারে ধোঁয়া, এপারে সতর্ক বিজিবি
অনলাইন ডেস্ক
![সীমান্তের ওপারে ধোঁয়া, এপারে সতর্ক বিজিবি](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/18/1734463903-1849056f0b1ac68afa2c9b8508c0a1ac.jpg?w=1920&q=100)
থার্টি ফার্স্টে আর কী কী নিষিদ্ধ থাকছে?
অনলাইন ডেস্ক
![থার্টি ফার্স্টে আর কী কী নিষিদ্ধ থাকছে?](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/17/1734455308-297db7f2e6d8713c5ec8428358943f1a.jpg?w=1920&q=100)
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি ক্যালেন্ডারের শেষদিন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যথাযথ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। সে ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও এ দুই উৎসব ঘিরে পটকা, আতশবাজি ফাটানো ও ফানুস ওড়ানো যাবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুই উৎসবের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয়। এতে অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলম বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, কৌশলগত স্থানে বোমা নিষ্ক্রিয়কারী...
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ২ বছর বাড়ানোর সুপারিশ
অনলাইন ডেস্ক
![বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ২ বছর বাড়ানোর সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/17/1734454459-dc4f8c31e9ca686e0714dd78edb3811d.jpg?w=1920&q=100)
বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা আরও দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্য সাধারণ প্রার্থীদের চেয়ে চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে অতিরিক্ত ৪ থেকে ৫ বছর সময় লেগে যায় এমন বিবেচনায় বিসিএসে তাদের বয়সসীমা বাড়ানোর আবেদন পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো...
অভ্যুত্থানে আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো
অনলাইন ডেস্ক
![অভ্যুত্থানে আহত নুরুল্লাহকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/17/1734453212-0107e219a732a855c8543f7029158b29.jpg?w=1920&q=100)
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কলেজছাত্র নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে: কর্নেল জুয়েল পারভেজ। আহত নুরুল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুর রহমানের ছেলে। পরিবারসহ শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তিনি। এছাড়াও তিনি কাহালু সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আহত নুরুল্লাহর ভাই নিয়ামুল হাসান মন্ডল জানান, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি আজিজুল হক কলেজের সামনে নুরুল্লাহ মাথায় গুলি লাগে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ...