শেরপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ছাত্তারকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৩)। স্থানীয় ইউপি চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম জানান, কৃষক আকরাম হোসেন বুধবার সকাল ৯টার দিকে কৃষি শ্রমিক আব্দুল হানিফকে সাথে নিয়ে ধান ক্ষেতে পানি দিতে গিয়েছিল। সেখানে সেচ পাম্পের তার ছিড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে থাকায় সেচ পাম্পের সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আকরাম হোসেন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক...
সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
![সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739347771-d10f5550e6b334ad5031be01bda1783d.jpg?w=1920&q=100)
যাত্রী নিয়ে প্রথমবার যমুনা রেল সেতু পাড়ি দিলো ট্রেন
অনলাইন ডেস্ক
![যাত্রী নিয়ে প্রথমবার যমুনা রেল সেতু পাড়ি দিলো ট্রেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739341634-88f7c7d4a3da5815abcece37d975748a.jpg?w=1920&q=100)
প্রথমবারের মতো নতুন নির্মিত যমুনা রেল সেতু পাড়ি দিলো যাত্রীবাহী ট্রেন। এর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ স্থাপিত হলো। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যমুনা রেল সেতু দিয়ে ঢাকার উদ্দেশে পাড়ি দেয়। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে আজ বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে আর ট্রেন চলবে না। তিনি আরও জানান, রেলসেতুতে দুটি লাইন থাকলেও আজ একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল করবে। কাল ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন, অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে। রেল সেতু প্রকল্প সূত্রে জানা গেছে,...
প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরি, অত:পর তরুণ গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি
![প্রবাসী তরুণীর আপত্তিকর ছবি তৈরি, অত:পর তরুণ গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739340126-1c2bda791b5550893b15fa541c52aa95.jpg?w=1920&q=100)
সিলেট নগরীর পীরমহল্লার প্রবাসী এক তরুণীর অশালীন, আপত্তিকর ও বিকৃত ছবি তৈরি করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিন্টু দেবনাথ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সন্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরি করে অপরিচিত মোবাইল থেকে ওই মেয়ে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে হোয়াটস অ্যাপের মাধ্যমে ছবি গুলো পাঠানো হয়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদাহানি করার ভয় দেখিয়ে টাকা দাবি...
চট্টগ্রামে ‘কাপল ড্যান্স পার্টি’ থেকে আটক ২৫
অনলাইন ডেস্ক
![চট্টগ্রামে ‘কাপল ড্যান্স পার্টি’ থেকে আটক ২৫](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739339668-2f115dc09285680e99ca518cdde34739.jpg?w=1920&q=100)
চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় একটি অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়েনারী ও পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে আটককৃত একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। এ কর্মকর্তা আরও বলেন, অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর