নারায়ণগঞ্জে ত্বকী হত্যা: এবার গ্রেপ্তার আজমেরী ওসমানের গাড়িচালক

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা: এবার গ্রেপ্তার আজমেরী ওসমানের গাড়িচালক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় এবার গ্রেপ্তার হলেন জামশেদ শেখ (৩৬)। তিনি প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়িচালক।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার খবর নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। এদিন ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তানভীর মাহমুদ পাশা গ্রেপ্তারের বিষয়ে জানান, ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তার সরাসরি যোগসাজশ রয়েছে।

এর আগে, গত ৮ ও ৯ সেপ্টেম্বর ত্বকী হত্যার ঘটনায় শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে দেয় র‍্যাব।  পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তিনজনের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে রাতেও বাসায় ফিরে আসেনি ত্বকী। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর লাশ পাওয়া যায়।

news24bd.tv/SHS